| |
               

মূল পাতা জাতীয় উচ্চশিক্ষার সুযোগ কওমি শিক্ষার্থীদের একটি ন্যায্য অধিকার : মাওলানা মাহমুদুল হাসান


উচ্চশিক্ষার সুযোগ কওমি শিক্ষার্থীদের একটি ন্যায্য অধিকার : মাওলানা মাহমুদুল হাসান


শেখ আশরাফুল ইসলাম     06 May, 2025     12:18 PM    


দাওরায়ে হাদিসের (মাস্টার্স) স্বীকৃত সনদ বাস্তবায়ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের একটি প্রতিনিধিদল। 

সোমবার (৫ মে) আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল ধর্ম উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। আল-হাইআতুল উলয়ার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়।

এর আগে আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে দাওরায়ে হাদীসের সনদের মান কার্যকর করার বিষয়ে “দাওরায়ে হাদিসের সনদ কার্যকরকরণ বিষয়ক সাবকমিটি”-এর বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় মাওলানা মাহমুদুল হাসান বলেন, কওমি মাদরাসার দাওরায়ে হাদীস (মাস্টার্স) উত্তীর্ণ শিক্ষার্থীরা দেশের আদর্শ নাগরিক। দেশের সেবা করার সুযোগ এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ তাদের একটি ন্যায্য অধিকার ও ন্যায়সঙ্গত দাবি। 

সাবকমিটির সভায় দাওরায়ে হাদিস সনদধারীদেরকে দেশসেবায় চাকরির সুযোগ দিতে প্রাথমিকভাবে নিম্নবর্ণিত ক্ষেত্রগুলোকে চিহ্নিত করে:

ক) শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষক পদে নিয়োগদান;
খ) ইসলামিক ফাউন্ডেশন ও বিভিন্ন ইসলামী গবেষণা প্রতিষ্ঠানে নিয়োগদান;
গ) মডেল মসজিদসহ সরকারি মসজিদ এবং সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহের মসজিদের ইমাম ও খতিব পদে নিয়োগদান;
ঘ) সামরিক, আধাসামরিক বাহিনীসহ বিভিন্ন বাহিনীতে ধর্মীয় শিক্ষক পদে নিয়োগদান;
ঙ) জেলখানার ধর্মীয় শিক্ষক পদে নিয়োগদান;
চ)  মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজি) পদে নিয়োগদান।

সভায় কওমি মাদরাসার দাওরায়ে হাদীস (মাস্টার্স) উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষার জন্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে “ইসলামিক স্টাডিজ ও আরবি” বিষয়ে এমফিল ও পিএইচডি করার এবং “ইসলামিক স্টাডিজ ও আরবি” ব্যতীত অন্য যে কোন বিষয়ে মাস্টার্সে ভর্তির সুযোগদান অতীব প্রয়োজনীয় মর্মে সিদ্ধান্ত নেয় সাবকমিটি। 

সভায় প্রাথমিকভাবে সরকারের ধর্ম উপদেষ্টার সঙ্গে সাক্ষাত এবং পরবর্তীতে শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্তও নেওয়া হয়।

সাবকমিটির সভায় আরো উপস্থিত ছিলেন, আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুফতী আরশাদ রাহমানী, মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা আব্দুল বছীর, মাওলানা মুফতী মোহাম্মাদ আলী এবং মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরীদী।